অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২২ জানুয়ারি) মানগাউং ওভালে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠয়েছে বাংলাদেশের যুবারা।

হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগার যুবারা। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হেরেছে বাংলাদেশ। সুপার সিক্সে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এই ম্যাচে জিতে জয়ের ধারায় ফিরতে চায় এশিয়া চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের হারের বিপরীতে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আয়ারল্যান্ড। আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশ যুবারা। এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচ বারের দেখায় শতভাগ জয় বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন ও মারুফ মৃধা।

সূত্র: ইত্তেফাক