অপেক্ষা – বারী সুমন

চপলা কন্যার ভেজা চুলের ডগা থেকে
টুপটাপ, ফোটা ফোটা জল কণা
বিচ্ছুরিত হয়ে, নগ্ন পা বেয়ে মিশে যায় মাটিতে।
গভীর তমানিশায় তার স্বপ্নে বিভোর এ মন,
ভুবন ভুলানো টোল পড়া গালে এক মুঠো
রাদ্দুর খেলা করে।
তার মনের গহীনে আমি আজ নির্বাসিত
হৃদয় নদীতে কোষা ডিঙির পাটাতনে
আমি তার অপেক্ষায়!