অভাবের সংসারে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিপাকে বাবা-মা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের দরিদ্র বাকপ্রতিবন্ধী বিপ্লব শেখের প্রতিবন্ধী মেয়ে সুহায়বা (৩)।

ফুটফুটে সুন্দর চেহারার শিশুটি জন্মের পর থেকেই শারিরীক প্রতিবন্ধী। তার দুই হাত ও দুই পা নেই বল্লেই চলে। চটপটে কথা বলতে পারা বাচ্চাটি হাটতে পারেনা ও কিছ ুধরতেও পারেনা। এমনকি খাবারটাও খেতে পারেনা নিজ হাতে এবং অন্যের সাহায্য ছাড়া চলতে পারেনা।

তার বাকপ্রতিবন্ধী বাবা বিপ্লব শেখের নিজের কোনো জমি নেই । রাজমিস্ত্রির যোগালে হিসাবে কাজ করে দিন আনে দিন খায়। তবে বাকপ্রতিবন্ধী হওয়ায় সবসময় সে কাজ পায়না। তাছাড়া করোনার সময় এখন কাজও কম। তাদের আরেকটি কন্যা সন্তানের বয়স ৭ বছর।

শিশুটির মা চুমকি বেগম জানান, জন্ম থেকেই তার মেয়েটি শারিরীক প্রতিবন্ধী এবং বয়স না হওয়ার কারণে তার ভাতা হচ্ছেনা। সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিপাকে আছেন বাবা-মা।

সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহায়তা চেয়েছে শিশুটির পরিবার। নগদ একাউন্ট নং ০১৭৯২৪৮৫৭৪০ নং টি শিশুটির মা চুমকি বেগমের।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, বাচ্চাটাকে আমি দেখেছি। তবে তার বয়স ৬ বছর না হওয়া পর্যন্ত তাকে কোনো ভাতা প্রদান করা যাচ্ছে না।