অশনিসংকেত – পারভীন আকতার

 

পৃথিবী জুড়ে লাশের সারি
ধেয়ে আসছে আগুন,
মহা মসিবতে পড়ল ধরা
নিবুত ক্রমে ফাগুন।

অসুস্থ হলেই ডাক্তার লাগে
খোদাকে ডাকি না,
করোনা এখন বুঝিয়ে দিল
কেউ আপন না।

আইসিইউতে চিকিৎসায় রোগী
ডাক্তার সাব নিরূপায়,
স্রষ্টা ছাড়া ফিরিয়ে আনার
মালিক কেউ নাই।

তবুও পাপের ঘটি ভরি
মৃত্যুকে ভয় নাই,
চোখের সামনে আজরাইল এসে
আত্মাটা নিয়ে যায়।

নিথর দেহে টানাটানির হিড়িক
গোসল করাও তড়া,
লাশ পচনের দুঃশ্চিন্তা সবার
বিদায় করো মরা।

এইতো জীবন;দেখতে এমন
কীসের করি দুনিয়া,
শত ব্যস্ততার মাঝেও ডাকলে
পূণ্য নিও গুনিয়া।