আমঝুপি থেকে সোনার অলংকার ও হাতকুড়াল উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে সন্দেহভাজন কাবিরুল ইসলাম নামের এক যুবককে আটক করার পর তার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে তার বাড়ি থেকে বেশ কিছু সোনার অলংকার, বেশ কয়েকটি মোবাইল ফোন ও ১টি হাতকুড়াল উদ্ধার করা হয়েছে।

কাবিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের আলমগীরের ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কাবিরুল মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে সন্দেহভাজন ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর সন্দেহ পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারার নেতৃত্বে পুলিশ কাবিলের বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু চোরাই স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল ফোন ও ১টি হাতকুড়াল করা হয়।

এ সময় আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু সেখানে উপস্থিত ছিলেন। অভিযানের পর কাবিরুলের মা কাকলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সদর থানার ওসি শাহ দারা বলেন, কাবিরুল্ল দেওয়া তথ্য মতে এখনও অভিযান চালানো হবে।

-নিজেস্ব প্রতিনিধি