আমাদের এঁড়ে গরু – নাসিম আহমেদ

আমাদের এঁড়ে গরু, ভোলা তার নাম
খায় খায় শুধু খায়, খাওয়া তার কাম ।
কাঁচা ঘাস দানা খায়, জল খায় ঢের
শিং দিয়ে গুঁতো মারে, যদি রয় জের ।

ঘরে নেই খড়কুটো, ঘরে নেই চাল
করোনা আসার পরে, বাবা বেশামাল ।
আষাঢ়ের পরে এলো শ্রাবণের ধারা
ভোলাটা কী খাবে ভেবে, মা-ও দিশেহারা !

শ্রাবণে সাঁতার পানি, ঘাস নেই মাঠে
বাবা বলে বেঁচে দাও, কোরবানির হাঁটে ।
ফ্যলফ্যল চেয়ে থাকে আমাদের ভোলা
কেন জানি কেঁদে কেঁদে, দু’টি চোখ ফোলা !

আমাদের এঁড়ে গরু, ভোলা তার নাম
দালালেরা নিয়ে যায়, করে দর-দাম !
ভোলা যায় হেঁটে হেঁটে, পিছু ফিরে চাই
সেদিনের কথা মনে দাগ কেটে যাই !