আমার ছেলাবেলা – জান্নাতুল ফেরদাউস টগর

সেই ছিল ভালো, আমার ছেলেবেলা
বৃষ্টির জলে ভেজা, গায়ে কাদা মাখা
বৃষ্টির জলে, কাদা নিয়ে খেলে
পা দুটি মেলে, নিদলজ্জের মত আছাড় খাওয়া
সেই ছিল ভালো, আমার ছেলেবেলা ।

কখনো মাথা রেখে ছাতার তলে,
ঘর ছাড়িতাম আসছি বলে
ছাতা খানি ফেলে, ভিজতাম বৃষ্টির জলে
কোথায় হারিয়ে গেল ?
অতিচেনা সেই পুরোনো দিন গোলা
সেই ছিল ভালো পাগলামি ছেলেবেলা।

সেই ছিল ভালো পড়া শোনার দিন গোলা
যেখানে ছিল অবুঝ এর মত
চারপাটি দাঁত বের করে হাসা খেলা
সেই ছিল ভালো আমার ছেলেবেলা।

পড়া না করে যেতাম ইস্কুলে
মাষ্টারের ভয়ে লুকোতাম কেদারার তলে
আবার কখনো বা পালিয়ে বসতাম
পাঠশালা ছেড়ে, লুকোচুরি খেলার ছলে
খেলতাম খেলা সকলের আড়ালে
এক টিপ দু টিপ বলে
পরখণে পাঠশালাই এসে
বকা খেতাম বেজায় ঠেসে
তার সাথে খেতাম কানমলা
কতনা ছিল ভালো সেই ছেলেবেলা।

সেই দিন গুলি যাইনি আজও ভুলি
মনে পড়ে ভীষণ
কেনো ? আজ বেড়ে ওঠা হঠাৎ অকারণ ।

এইতো সেদিন কেনো তবু আজ
এত পুরোনো ?
হয়না আর ঝড়ের দিনে আম কুড়োনো
হয়না আর গোধূলি বেলায়
বকুলের মালা খাণি গাথি

দাদা,দাদিমা আর ছোট বোনটির
ফটোখাণিতে পরানো
শুধু (স্মৃতি) গুলো আছে মণের আয়নাতে
ছায়া হয়ে আজও জড়ানো।