আমার দেশ – আহমাদ কাউসার

 

সবুজ শ্যামল আমার দেশে
নানান রকম বেশ
অগ্রাহয়নে গাঁয়ের পথে
রূপের নাই যে শেষ।

মাঠের বুকে নিত্য হাসে
হলুদ সরষে ফুল
নদীর তীরে ফুটে কত
রঙের বুনো ফুল।

আঁকা বাঁকা নদী চলে
বুকে নিয়ে ঢেউ
এমন দেশটি খুঁজে পাবে
কোথাও তোমরা কেউ?