‘আমি বেঁচে থাকতে সমিতিতে টোকা দেবে এমন কেউ জন্মায়নি’

‘আমি ডিপজল জীবিত থাকা অবস্থায় শিল্পী সমিতিতে টোকা দেবে তেমন কেউ বাংলাদেশে জন্মায়নি। শিল্পী সমিতির কোনো সদস্য বাদ পড়ে থাকলে নিজেরা বসে তা সমাধান করুন। আমাদের সরায়েন না। মিশা-জায়েদ আপনাদের পাশে থাকবে। আমার মনে হয় না ওরা কোথাও ত্রুটি করেছে।’

গত রবিবার সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এমন হুঙ্কার ছাড়লেন ঢাকাই ছবির খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮ সংগঠনের বয়কটের ষোষণার পর এমন কঠিন হুঁশিয়ারি দিলেন ডিপজল।

মিশা-জায়েদকে বয়কট করার বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করে তিনি আরও বলেন, সামনে ঈদ। এই ঈদে যাতে শিল্পী সমিতি কিছু না করতে পারে তারই ষড়যন্ত্র করা হয়েছে। এ সংগঠনে অনন্ত জলিল টাকা দিয়েছে, কাঞ্চন ভাই টাকা দিয়েছেন। আমিও সব সময় আছি এই সংগঠনের পাশে।’

সূত্র- বিডি-প্রতিদিন