আমি – রাহিয়া সুলতান

আমি কল্পনা করতে ভালোবাসি,
তাই কল্পনা প্রিয় মানুষ আমি।
আমি নিরব হয়ে লিখতে ভালোবাসি,
তাই নিরব আমি।

আমি চাঁদটাকে দেখতে ভীষণ ভালোবাসি
তার চারপাশে আকাশ জুড়ে তারার মেলা,
মেঘের সাথে আড়াল হয়ে উকি ঝুকি
লুকোচুরি খেলতে ভীষণ ভালোবাসি।

আমি দু’হাত মেলে রাতের আধারে
মিষ্টি বাতাস স্পর্শ করতে ভালোবাসি।
তখন মনে হয় যদি আমি পাখি হতাম তাহলে
উড়ে যেতাম ডানা মেলে বাতাসের সাথে বন্ধুত্ব করতে।

আমি গান গাইতে ভালোবাসি,
মৌমাছির মতো গুন গুন করে।
আমি স্বপ্ন দেখি,
ঠিক আমার মতো করে।

উদাস মনে ভাবতে আমি ভালোবাসি,
তাই উদাসী আমি।
আমি অল্পতে অনেক কষ্ট পাই,
কারণ অবুঝ মন আমার।
আমি অবিরাম চেষ্টা করে যাই,
আমার স্বপ্নের দ্বারাপ্রান্তে পৌঁছাতে।