আমি শুনেছি – এ সুমাইয়া

শুনেছি বাতাসে এখন ভাসে মৃত্যুর আর্তনাদ
মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ
আকাশে ওড়া থেমে গেছে রঙিন ফানুস
জন্ম নেওয়ার আগেই নিতে হচ্ছে মৃত্যুর স্বাদ।
বিশ্ব জুড়ে এখন হাহাকার আহাজারি
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ, শিশু নারী।

ভয়াল থাবা বসিয়েছে করোনা
বিষাক্ত তীরে বিশ্ব আজ বিদ্ধ
ধুঁকে ধুঁকে মরছে বৃদ্ধ
প্রিয়জনের সাথে বুঝি আর দেখা হবে না।

শুনেছি বিশুদ্ধ বাতাস এখন বন্দি কারাগারে
কাঁদছে মা, খাবার নেই ঘরে
দরজার দিকেই চোখ শিশুর
খাবার নিয়ে আসা বাবার দেখা আর মিলেনা।

নির্ভিক নিশাচরের মত ঘুরছে সেনাবাহিনী
বহুদিন প্রিয় মানুষের দেখা মেলেনি
শুনেছি, ডাক্তার এখন নিজেই রোগী
অবহেলায় ভুগছে ভুক্তভোগী।

শুনেছি বাতাসে নাকি এখন একটাই গুঞ্জন
লকডাউন! লকডাউন!! লকডাউন!! হ্যাঁ আমি শুনেছি।।