
অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে আলমডাঙ্গার কনা নার্সিং হোমকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। আজ মঙ্গলবার সকাল থেকে আলমডাঙ্গা বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক, ওষুধের দোকানে এই অভিযান পরিচালিতি হয়। দুপুর ১টায় পাওয়া শেষ খবর অনুযায়ী, ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত ছিল।
দেখা গেছে, আলমডাঙ্গা কনা নার্সিং হোমে মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু টেস্টের কিট, চিকিৎসা সামগ্রী ও কিছু ইনজেকটেবল এম্পল মিলেছে। এছাড়াও প্রতিষ্ঠানের হালনাগাদ বৈধ নথিপত্র দেখাতে সক্ষম হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। সঙ্গে র্যাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।