
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পনেরো পিচ ট্যাপেন্ডাডলসহ গ্রেফতার হয়েছে ৩ জন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফিরোজ আলী এবং আসমানখালী পুলিশ ক্যাম্পের সঙ্গীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন ভোগালাই বগাদী গ্রামস্থ জনৈক আনসার আলী এর বাড়ীর সামনে ইটের ছলিং রাস্তার উপর হতে আসামী মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আসাদ সর্দার(২৩), আনছার আলির ছেলে মোঃ সেন্টু আলী(৩৫), ফজলু হকের ছেলে মিলন(২৫) গ্রেফতার করা হয়।
গত শনিবার দিবাগত রাত ১টার সময় তাদের কাছে সর্বমোট ১৫ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করা হয়েছে।