
আলমডাঙ্গা উপজেলার একটি দোকান থেকে ৩৫টি স্মার্ট মোবাইল ফোন, রিচার্জ কার্ডসহ নগত ৫ হাজার টাকা চুরি হয়েছে। যার সব বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
গতকাল শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারের রোজি টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনায় ওই দোকান পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার (ওসি) মাসুদুর রহমান।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় মার্কেটের সবাই দোকান বন্ধ করে চলে যান। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় পাশের দোকানের কর্মচারী দোকান খুলতে গেলে দেখতে পান দোকানের তালা খোলা ও শাটার ভাঙা। পরে রোজি টেলিকমের মালিক মজিবুলের মোবাইল ফোনে জানালে তিনি তার দোকানের সিসি ক্যামেরার ভিডিওতে দেখতে পান তার দোকানে চুরি হয়েছে।
দোকান মালিক মজিবুল ইসলাম বলেন, আমার দোকান থেকে ৩৫ টি স্মার্ট মোবাইল, রিচার্জ কার্ড ও নগত ৫ হাজার টাকা চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আমি আইনগত ব্যবস্থা নেব।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, চুরির ঘটনায় দোকানের সিসি ক্যামেরার মেমোরি কার্ড থানায় আনা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

								
				
