
আলমডাঙ্গা উপজেলা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি তবারক হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। তিনি বলেন, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে একজন ব্যক্তির নামে একাধিক সার ডিলারশিপ রাখা যাবে না। কোনো ডিলার মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা সন্তান ডিলারশিপের মালিক হবেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলায় প্রায় ১০-১২ জন নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে, যা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সম্পন্ন হবে।
সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. তবারক হোসেন, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, ইইপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওটু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. শফিউল আলম বকুল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইকুম ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সার ডিলার হাজী রফিকুল ইসলাম, হাজী হারুনার রশিদ, হাজী আব্দুল বারী, হাজী জনিরুদ্দিন, মো. আসিফ আস নূর (মেসার্স নূর মোহাম্মদ ট্রেডার্স), মো. দেলোয়ার হোসেন, শেখ আব্দুল জব্বার, সাইদ হাসান, বেলগাছি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেরাজ আলী, মো. ফরিদ হোসেন, দিলিপ কুমার আগরালা, মো. আমিনুল হক, উত্তরা ট্রেডার্সের পক্ষ থেকে অসিত কুমার এবং মীর অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে ডা. আদনীন নাহার মীম প্রমুখ।
আলমডাঙ্গা উপজেলা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সার ডিলারশিপে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


