
আলমডাঙ্গার চিৎলা রুইতনপুর মাঠে সিএইচআর নাইন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চিৎলা রুইতনপুর মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল, তারা হলো বন্দবিল একাদশ ও পাঁচকমলাপুর একাদশ। খেলায় বন্দবিল একাদশ ২ গোল এবং পাঁচকমলাপুর একাদশ ৩ গোল করে। টানটান উত্তেজনায় পাঁচকমলাপুর একাদশ এক গোলে বিজয়ী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক শিপলু, শফিকুল ইসলাম পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সিএইচআর নাইন ক্লাবের সভাপতি মাহাবুব হাসান মাবুদ, সাধারণ সম্পাদক বেলটু রহমান, সহিদুল ইসলাম প্রমুখ।