আলমডাঙ্গার ডাউকিতে রাস্তার কাজে অনিয়ম, বন্ধ করে দিলেন প্রকৌশলী

আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বরাদ্দকৃত টাকায় রাস্তার কাজে অনিয়ম হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার গ্রামবাসির অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ কাজ বন্ধ করে দেন।

জানা গেছে, ডাউকি গ্রামের মুন্সিপাড়ার আতিয়ার রহমানের বাড়ি থেকে দুরাপের বাড়ি পর্যন্ত ১ লক্ষ ৫০ হাজার টাকার ৫শ ফিট রাস্তার সলিংয়ের কাজ করছেন ওই ওয়ার্ডের মেম্বর খেদ আলী। তিনি শনিবার সকালে রাস্তায় দুই ট্রাক তিন নং ইট ফেলে কাজ শুরু করেন।

গ্রামের লোকজন ঘটনা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীকে অবহিত করেন। নির্বাহী অফিসার উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা নিতে বলেন।

এ ঘটনা স্বীকার করে খেদ আলী মেম্বর বলেন, দুই ট্রাক তিন নং ইট এনেছিলাম। প্রকৌশলী সেই ইট ফেরৎ পাঠিয়েছেন। আর সমস্যা নাই।