
আলমডাঙ্গার ভাংবাড়ীয়াতে ওপেন হাউজ ডে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় আলমডাঙ্গার ভাংবাড়ীয়াতে মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আলমডাঙ্গা থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। তিনি বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী ও বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পুলিশকে জনবান্ধন করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন।
জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা নিরসনে উত্তম পুলিশি সেবা দিয়ে দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। জনগণের সাথে মিলেমিশে আমরা একটি সুন্দর সুশৃঙ্খল ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। ভাংবাড়ীয়া ইউনিয়নে এই প্রথম এসে আমি জানতে পেরেছি ভাংবাড়ীয়া ইউনিয়ন এলাকায় মাদকের রমরামা ব্যবসা চলে।ভাংবাড়ীয়া ইউনিয়ন এমন একটি জায়গা যেখান থেকে
আমার কাছে প্রতিনিয়ত সংবাদ আসে মাদক, বাল্য বিয়ে মানব পাচার ও চাঁদাবাজি, দখলদারির মতো সকল অপকর্ম। আপনাদের সহযোগিতা পেলে আমরা মাদকমুক্ত বাল্য বিয়ে ও চাঁদাবাজি দখলদারি মুক্ত করতে পারব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ,ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু,ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান,সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সাইফুল হুদা সোহেল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও মাথাভাঙ্গা পত্রিকার ভ্রাম্যমাণ সাংবাদিক মুর্শিদ কলিন,দৈনিক সময়ের সমীকরন পত্রিকার সাংবাদিক সেলিম রেজা,সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল হুদা ছাত্রদল সভাপতি ইমন আলী, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা,সাইফুল ইসলাম বদর,আবুল কালাম, মহিদুল ইসলাম,ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি জহুরুল ইসলাম জুরাল কসাই, ভাংবাড়ীয়া ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামীর ভাংবাড়ীয়া ইউনিয়ন আমীর খন্দকার মাসুদুর রহমান, জমির উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপ’র সভাপতি মতিয়ার রহমান,সাধারণ সম্পাদক আবু সাঈদ। সাবেক যুবদল সভাপতি ঝন্টু মিয়া বিএনপি নেতা রশিদুল ইসলাম, বিএনপি নেতা শুভ আব্দুল হাকিম, আলিহিম মেব্বার, বিএনপি নেতা লিমন মিয়া, হাটবোয়ালিয়া ক্যাম্প আইসি হাফিজুর রহমান হাফিজ, এএসআই সোহেল রানা, এএসআই নাসিরুদ্দিন, কনস্টেবল সাইদুর রহমান উজ্জল হোসেন প্রমুখ।