
আলমডাঙ্গার বধ্যভূমি সংলগ্ন সরকারী জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে,আলমডাঙ্গার বধ্যভূমি সংলগ্ন এলাকায় সরকারী জমিতে বেশকিছু অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এসব স্থাপনা সরিয়ে নিতে ইতিপূর্বে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করে স্থাপনা না সরিয়ে নিলে গতকাল প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
পরিচালিত এ অভিযানে ১টি স’ মিল, দুটি দোকান ও ৩ টি কাঁচাঘর উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ ও থানা পুলিশের একদল ফোর্স।

								
				
