আলমডাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নষ্ট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরে একটি পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে।

রবিবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। সোমবার সকাল থেকে পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে।

স্থানীয়রা জানায়, উপজেলার পাঁচকমলাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে সাজ্জাদ হোসেন, সেলিম হোসেন ও ভাতিজা সেন্টু মিয়ার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মাছ চাষ আছে। যেখানে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, গ্রাসকার্প, মৃগেল, বাটাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষাবাদ করা হয়।

কিছুদিন আগেও বিভিন্ন প্রজাতির ২০ মণ মাছ ছাড়া হয়। রবিবার রাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।

পুকুর মালিক সাজ্জাদ হোসেন বলেন, ‘এই পুকুরে আমরা ১০/১২ বছর ধরে মাছ চাষ করি। সোমবার সকালে পুকুরে গিয়ে মরা মাছ তুলে দেখি তার শরীরে বিষের গন্ধ। পুকুরের পাশ থেকে বিষের খালি বোতল (সোপান ৫৫ ইসি) আর বিষ মাখানো চাল পেয়েছি।’

খবর পেয়ে আলমডাঙ্গা থানার এএসআই সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেন।