আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো বিষয়ক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের প্রশ্ন উত্তর অনুষ্ঠান

আলমডাঙ্গ ব্রাইট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধকে জান, প্রতিপাদ্য কে নিয়ে ৭ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা, মুক্তিযোদ্ধাদের সরাসরি প্রশ্ন উত্তর পর্ব চলে।
মুল প্রতিপাদ্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধকে জান। এতে ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়। তারা মোট ১৪ জন ছাত্র-ছাত্রী প্রশ্ন করে, প্রথমে ব্রাইট মডেল স্কুলের অধ্যক্ষের কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিক্ষানুরাগি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, অধ্যক্ষ ফখরুল আলম, প্রধান শিক্ষক ওবাইদুল আজাদ জনি, সহকারি প্রধান শিক্ষক গোলাম মুস্তাকিম রাজু, সহকারি শিক্ষক শফিউর রহমান লিটন, আজাহারুল ইসলাম সুমন, লিংকন ইসলাম, এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিল, সাফিদ শাফি, পরশ দে, সিফাত, সংগ্রাম, মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান, সিয়াম, মাহফুজ হোসেন, আসমাউল হুসনা, রহিমা আক্তার মিতু, সাদিয়া আফ্রিন, রাশিদা খানম, সিনন্থিয়া মাহমুদা, সুমাইয়া শারমিন, উম্মে তাবাচ্ছুম রাইমা প্রমুখ।
এর পর শহীদ মিনারে, বদ্ধভুমিতে ছাত্র ছাত্রীদের সাথে সরাসরি প্রশ্নউত্তর পর্ব চলতে থাকে, শেষে বধ্যভুমি পরিদর্শন শেষে অনুষ্টান সমাপ্ত হয়।

আলমডাঙ্গা প্রতিনিধি