আলমডাঙ্গায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনের লক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্টিত হয়েছে।  আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড, আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি কলেজের প্রভাষক জিয়াউল ইসলাম, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শেফালী বেগম, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, যুবউন্নযন কর্মকর্তা হাসিবুল আলম, তথ্যকর্মকর্তা স্নিগ্ধা দাস, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আকাতারুজ্জামান, কলাকেন্দ্রের সভাপতি রেবা রানী সাহা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কন্ঠশিল্পি আশরাফুল হক লুলু, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন এ্যাটোম প্রমুখ।

সভায় ৩ দিন ব্যাপি বৈশাখি মেলার ব্যাপারে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রথম দিন মঙ্গল শোভাযাত্রায় সকলকে অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশিত হবে।