আলমডাঙ্গায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্টিত

আলমডাঙ্গায় বাল্যবিবাহ, যৌনহয়রানি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় প্রতিনিধিদের ভুমিকা শীর্ষক কিশোর কিশোরিদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল দুপুর ২টার দিকে ডাউকি ইউনিয়নের বক্সিপুর মাঝের পাড়ায় এই সভায় সভাপতিত্ব করেন বক্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আলীহিম।

প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র উপজেলা লোকমোর্চার সভাপতি মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি লোকমোর্চার সম্পাদক খন্দকার শাহ আলম মন্টু, ডাউকি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সাহিদা খাতুন, ওয়েভ ফাউন্ডেশন কমিউনিটি অফিসার নুর মোহাম্মদ, সুপার ভাইজার রাজকুমার দাস।

ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ইসরাত জাহানের উপস্থাপনায় বক্তব্য রাখেন বক্সিপুর কিশোর ক্লাবের সভাপতি মারিয়া খাতুন, সম্পাদক রিমা খাতুন, কোষাধ্যক্ষ নুরুন্নাহার খাতুন, সুমানা খাতুন, সান্তনা খাতুন, রিতু খাতুন, প্রিয়া খাতুন, রিক্তি খাতুন, রিয়া খাতুন, সুমাইয়া খাতুন ও সুরাইয়া খাতুন প্রমুখ।

সভার পূর্বে পুষ্টি ক্যাম্প এবং আদর্শ খাবার রান্না প্রদর্শনি করা হয়েছে। শেষে সকলকে পুরস্কৃত করা হয়।

-আলমডাঙ্গা প্রতিনিধি