আলমডাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ২ ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান চালিয়ে ২ ব্যাবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কর্মকর্তা সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

এসময় আলমডাঙ্গা বাবু হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা মোতাবেক পন্যের ওজন,পরিমান,উপাদান,ব্যাবহার বিধি প্যাকেটজাত করনের তারিখ,মেয়াদ উত্তির্নের তারিখ স্পস্টভাবে লিপিবদ্ধ না থাকায় হোটেল মালিক জাহাঙ্গীর হোসেন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

পরে সাড়ে ১১ টার দিকে আনন্দধাম মর্ডান বেকারিতে অভিযান চালায়, সেখানে বেকারিতে নোংরা পরিবেশ,ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৭ ও ৪৩ ধারা মোতাবেক মানুষের জীবন বা স্বাস্থের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়ায়, যা কোন আইন বা বিধির অধিন নিশিদ্ধ করা হয়েছে,কোন পন্য উৎপাদান বা প্রক্রিয়াকরন করা। এই আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং বেকারি পরিস্কার পরিছন্ন না করে উৎপাদন না করতে নিদেশ দেন।।

এছাড়াও বেকারিতে আগুন নির্বাপক যন্ত্র সঠিক না থাকায় শ্রমিকদের জীবন নাশের শংকা থাকে সে কারনে আগুন নির্বাপক যন্ত্র রাখতে নির্দেশ দেন।
এ সময় আলমডাঙ্গা থানার এ এস আই নাজমুল সঙ্গিয় ফোর্স ও আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি হাজী মকবুল হোসেন,ব্যাবসায়ি ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।

মেপ্র/ইএম