আলমডাঙ্গায় ১০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

আলমডাঙ্গায় নেশা জাতীয় দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর ) দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে সোনাতনপুর মোড় থেকে দুই যুবককে আটক করে।

আটকৃত যুবকেরা হলো- জেহালা ইউনিয়নের বড় পুটিমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রিদয় আহম্মেদ (২৪) ও গড়চাপড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে রাকিব হাসান।

পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর মোড়ে দুই যুবক মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রি উদ্দেশ্যে অবস্থা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক এসআই রকিবুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক এএসআই সাহাবুদ্দিন লস্কর সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। দুই যুবককে সন্দেহ মূলক আটক করে। তাদের শরীর তল্লাশি করে ১০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি সাইফুল ইসলাম জানান, দুইজনকে ১০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।