আলমডাঙ্গায় ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা পেলেন ৩শ জন

সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে মাত্র একটি ফোন কলেই মিলছে জরুরি স্বাস্থ্য সেবা ও ত্রাণ সামগ্রী। জাতীয় কলসেন্টার ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেলেন আলমডাঙ্গা সদরের ৩শ জন দুস্থ মানুষ।

মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

এর আগে আবেদনকারীরা ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা চান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, যাচাই বাছাই করে ৩শত জন বিভিন্ন শ্রেণি পেশার দুস্থ অসহায় গরিবদের মধ্যে ১০ কেজি চাউল বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে ২ শত জনকে ও পরবর্তীতে ১শত জনকে চাউল বিতরণ করা হবে।