আসামি ধরতে গিয়ে ভারতে দুর্ধর্ষ গোলাগুলি, ৮ পুলিশ সদস্য নিহত

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে আসামি ধরতে গিয়ে গুলিতে ডেপুটি পুলিশ সুপারসহ কমপক্ষে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

পুলিশ জানায়, চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালিয়েছিল পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ।
লুকিয়ে থাকা অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

এতে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব-ইন্সপেক্টর ও চার কনস্টেবলের।

এই সময় জানায়, পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি।

পুলিশ যে অভিযান চালাতে যাচ্ছে, অপরাধী সে সম্পর্কে আগাম খবর পেয়ে গিয়েছিল বলে জানান তিনি।

এদিকে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি