ইউক্রেনের দক্ষিণ দিকে দোনবাসে চলছে রাশিয়ার হামলা

রাশিয়া ইউক্রেনের দক্ষিণ দিকে বিশেষ করে খেরসনে সেনা জড়ো করা অব্যহত রেখেছে৷ সঙ্গে দোনেৎস্কে ইউক্রেনের সামরিক স্থাপনার ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে৷

মঙ্গলবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের প্রকাশিত সর্বশেষ আপডেটে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

তবে রুশ সেনারা দোনবাসে খুব বেশি সফলতা পাচ্ছে না বলে জানিয়েছেন ব্রিটিশ গোয়েন্দারা৷

তারা তাদের দেওয়া তথ্যে জানিয়েছে, দোনবাসের বাখমুতেই সবচেয়ে সাফল্য পেয়েছে রুশ সেনারা৷ কিন্তু শেষ ৩০ দিনে বাখমুতে মাত্র ১০ কিলোমিটার এগুতে পেরেছে তারা।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গোয়েন্দা তথ্যে আরও বলেছে, দোনবাসের অন্যন্য অঞ্চলে যেখানে রুশ সেনারা ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করছে, সেসব স্থানে গত ৩০ দিনে তিন কিলোমিটার পথও এগুতে পারেনি তারা। এটা প্রায় নিশ্চিত যে পরিকল্পনা অনুযায়ী এ অঞ্চলে রুশ সেনারা সফলতা পাচ্ছে না।

সূত্র: আল জাজিরা