ইচ্ছে করে – রিয়াজ মাহমুদ রাতুল

ইচ্ছে করে বাবুই হয়ে বাসা বাঁধি গাছে,
গভীর জলে সাঁতার কাটি যেমন করে মাছে।
ইচ্ছে করে কোকিল হয়ে কুহুসুরে ডাকি,
আঁধার রাতে তারা হয়ে চাঁদের পাশে থাকি।

ইচ্ছে করে নদীর মত সাগর পানে ছুটি,
সকালবেলার সূর্য হয়ে পূবাকাশে উঠি।
ইচ্ছে করে জোনাক হয়ে ছড়াই আলোর রাশি,
দোয়েল হয়ে ভোর বিহানে বাজাই সুরের বাঁশি।

ইচ্ছে করে গোলাপ হয়ে ফুটি বাগান-বনে,
বাতাস হয়ে শিস দিয়ে যাই সবার কানে কানে।
ইচ্ছে করে লুকিয়ে থাকি সবুজ পাতার ফাঁকে,
পাখির বেশে আড়াল থেকে ডাকি প্রিয় মা-কে।