ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদ্বন্ড

হরিণাকুন্ডু প্রতিনিধি:
হরিণাকু-ু উপজেলার ভায়না গ্রামের ভ্যান চালক সোহেল রানা ( ১৮) নামে এক যুবক কে ইভটিজিংয়ের দায়ে ১৫ দিনের কারাদ্বন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারাদ্বন্ড প্রাপ্ত সোহেল রানা ঐ গ্রামের আশিরুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার পাখিমারা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ঐ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়। নায়েব আলীর পূত্র জাফিরুল ইসলামের মাধ্যমে জানা যায় বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিঃ এর সময় ভায়না গ্রামের আশিরুল ইসলামের পূত্র ভ্যান চালক সোহেল রানা (১৮) পাখিমারা গ্রামে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বিদ্যালয়ে না নিয়ে সিরাজুল ইসলামের বাড়ীর পার্শে পান বরজ ভিতর নিয়ে যেতে উদ্বত হলে ছাত্রীর চিৎকারে পাশের বরজে মেহনতি করা ২ জন ব্যক্তি ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং ভ্যান চালক সোহেলরানা কে আটকায়ে পুলিশে খবর দেয় ।