ইমো হ্যাকারের কবলে প্রবাসির ভাই সজিব, খোয়ালেন ১৬ হাজার টাকা

ইমো হ্যাকারের কবলে পড়ে ১৬ হাজার টাকা খোয়ালেন প্রবাসির ভাই সজিব। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে কোটচাঁদপুরের রুদ্রপুর গ্রামে।

প্রবাসির ভাই সজিব হোসেন বলেন,আমার ভাই রাজিব হোসেন মালেশিয়া প্রবাসি। সে প্রতি মাসেই টাকা পাঠান বাড়িতে। বুধবার দুপুরে হঠাৎ করে ইমো নাম্বারে কল আসে। এরপর বিপদের কথা বলে ১৬ হাজার টাকা চান। আমি তাৎক্ষণিক ভাবে পাশের বিকাশের মাধ্যমে টাকা পাঠি দিই। এরপর আবারও ১৪ হাজার টাকা চান। এ সময় আমি ভাই ম্যাসেনজারে কল করি। এরপর জানতে পারি হ্যাকারের পাল্লায় পড়েছি।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন প্রবাসির ভাই সজিব হোসেন ।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, সজিব হোসেন ওই সংক্রান্ত একটা অভিযোগ করেছেন।