ঈগল – মোছাঃ ইশরাত জাহান (ইভা)

মানুষের কাছে দেখিতে আমি,
শুধুই একটি পাখির সম।
তাহাদের থেকেও বিধাতা আমারে,
বানিয়েছে জ্ঞানী বিজ্ঞতম।

আমি উড়িআকাশের চূড়ায়
লক্ষ্য খানি স্থির করিয়া, পাখনা দুটি উড়ায়।

আমি খায়না সে পঁচা লাশ
যেখানা খেয়ে বেঁচে থাকে,
কুকুর, শকুন,আর দাশ।

আমি বন্ধু বানায় তারে,
পরক করে যে আমার এ
মন জিতে নিতে পারে।
কাক,চড়ুই আর কোকিলেরা তো,
নস্যি আমার ধারে।

আমি পায়না ভয় সেই ঝড়ে,
যে ঝড় আমার লক্ষ্য টাকে
ভেঙে দিতে তেড়ে আসে।
লড়াই আমি করতে জানি,
হতাশাকে দূর করে।
৭০ বছরের জীবন আমার,
কাটাই শুধুই,
লক্ষ্যকে স্থির করে।