একজন মাকে বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিন

ডায়াবেটিস রোগে আক্রান্ত মেহেরপুর মল্লিক পাড়ার মৃত আব্দুর রহমানের স্ত্রী আসমা রহমানের দুইপায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেই ক্ষতের  যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। যন্ত্রণায় কাতর মায়ের মুখে হাসি ফোটাতে চাই মেয়ে আয়েশা আক্তার নিপা।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন থেকে রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া সর্বচ্চ শিক্ষার সনদ তার মাকে উৎসর্গ করেছেন। একই সঙ্গে মায়ের চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

বাবা হারা মেয়ে মাকে সুস্থ্য করে তোলার জন্য প্রাণপন চেষ্টা করছেন। আমার আপনার সকলের সহযোগিতায় একজন মা সুস্থ্য হয়ে সকলের মুখে হাসি ফোটাতে পারবেন।

আয়েশা আক্তার নিপা জানান, ৫ বছর আগে তার বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরা ও মায়ের চিকিৎসার জন্য আর্থিক সংকটে পড়েন তারা। তার মাকে সুস্থ্য করে তুলতে অনেক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

আপনারা সহযোগিতা করতে চাইলে, বিকাশ নং-০১৯৩৭৪৪৩৯৮৪ (পারসোনাল), ০১৮৬৭০৫৪৪৯০ এবং আয়েশা আক্তার নিপার নামে উত্তরা ব্যাংক মেহেরপুর শাখায় একটি হিসাব খোলা আছে যার নং-৩১০৩১১১০০১১৭৯০৬

-নিজস্ব প্রতিনিধি