একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি.. ভাষার জন্য রক্ত দেওয়ার সে ঋণ কোন দিন ভুলবার নয়। একুশের প্রথম প্রহরে সেই সকল ভাষাশহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ঢল নামে মেহেপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে।
রাত ১১টার পর থেকেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য পার্কে জড়ো হয় রাজনৈতিক, সংগঠনসহ বিভিণ্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
একুশের প্রথম প্রহরে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। তারপরপরই জেলা প্রশাসক মো: আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। পরে একে একে রাজনৈতিক ও বিভিণ্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা আওয়ামীলীগ, জেলা যুব লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুব মহিলা লীগ, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর জেলা সমবায় অফিস, এলজিইডি মেহেরপুর, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এদিকে জেলা যুবলীগের এক নম্বর যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত থাকলেও তাকে বাদ দিয়ে ২ নম্বর যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের নাম ঘোষনা করায় যুবলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং উপস্থাপক সাইদুর রহমানের উপর চড়াও হন। এনিয়ে যুবলীগ নেতাকর্মীদের মনে অসন্তোষ বিরাজ করে। সবশেষে জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধঞ্জলি নিবেদন করতে মেহেরপুরের বিভিন্ন প্রাণÍ থেকে মানুষ এসে পার্কে ভিড় জমায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা ছিল।

গাংনী প্রতিনিধি এ সিদ্দিকী শাহীন জানান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, ইউএনও দিলারা রহমান, কৃষি অফিসার কেএম সাহাবুদ্দিন আহমেদ, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে গাংনীর সাবেক এমপি মো: মকবুল হোসেন পুষ্পার্ঘ অর্পন করেন।
গাংনী প্রেস ক্লাবের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, সাংবাদিক এ সিদ্দিকী শাহীন ও রফিকুল আলম বকুল।
এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শেণি পেশার মানুষ পুষ্পার্ঘ অর্পণ করেন।

মুজিবনগর প্রতিনিধি শাকিল রেজা জানান, মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে মুজিবনগর উপজেলা পরিষদ শহীদ মিনারের বেদীতে রাষ্টের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। পরে মুজিবনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাশেম, উপজেলা মুক্তিযোদ্ধার পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, এছাড়া উপজেলা সেচ্ছাসেবকলীগ উপজেলা তাঁতীলীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান ,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা প্রতিনিধি শাহ আলম মন্টু জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে মহান ২১ শে ফেব্রুয়ারী, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্প মাল্য অর্পন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী সহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন,প্রধান বক্তা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভুমি হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, ওসি তদন্ত গাজী শামিমুর রহমান,ওসি অপারেশন স্বপন কুমার দাস,এস আই জিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সম্পাদক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, প্রভাষক জেবুন নেসা খাতুন, প্রভাষক বজলুর রশীদ, প্রভাষক তাপস রশীদ, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্না, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ। উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, আবাসিক প্রকৌশলী গোলাম নবী,উপ সহকারি প্রকৌশলী তুষার কান্তি,রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা বিআরডিবি অফিসার সায়লা শারমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প,প,কর্মকর্তা হাসানুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন,সাবেক পৌর মেয়র এম সবেদ আলী, আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইনদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত,ওয়াজেদ আলী,বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাশির উদ্দিন মন্জু, ভিডিবি কর্মকর্তা মিলন হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মুঞ্জুরুল ইসলাম বেলু প্রমুখ।আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদীর গনু,সহ সভাপতি আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা,আনিসুর রহমান,খন্দকার শাহ আলম মন্টু,হামিদুল ইসলাম,সম্পাদক ইয়াকুব আলী,পৌর সভাপতি দেলোয়ার হোসেন,সম্পাদক মতিয়ার রহমান ফারুক,বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহবদ,সহিদুল ইসলাম খান,প্রশান্ত অধিকারি,রেজাউল হক তবা,কাজী অরুন,আতিয়ার রহমান,পরিমল কুমার কালু ঘোষ,কৃষক লীগ সভাপতি আজিজুল হক,। এ ছাড়াও যুবলীগের আহবায়ক আহসান,স্বাজ্জাদুল ইসলাম স্বপন,সাইফুর রহমান পিন্টু,ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন,সম্পাদক আলালউদ্দিন,পৌর সভাপতি নয়ন সরকার,সম্পাদক তমাল,সরকারি কলেজ সভাপতি আশরাফুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,কলেজিয়েট স্কুলের উপাধক্ষ শামিম রেজা,সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান,সরতারি কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার,প্রভাষক রফিকুল ইসলাম,তাপস রশিদ,প্রমুখ।