এতিম লাইসার দায়িত্ব নিলেন কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব

মেহেরপুর ফৌজদারি পাড়ার মৃত মহসীন আলীর মেয়ে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী লাইসা আক্তার তুশি’র পড়াশোনার দায়িত্ব নিলেন মেহেরপুর পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব।

সেই সাথে লাইসার চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. অলক কুমার দাস। এসময় মেহেরপুরের করোনা রোগীদের সুচিকিৎসা প্রদানে সাহসী অবদান রাখায় ডা. অলক কুমারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সোমবার দুপুরে কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবের অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. অলক কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু।

৩ বছর পূর্বে মায়ের মৃত্যু, ৭ মাস পূর্বে একমাত্র বড় ভায়ের মৃত্যু এবং ৮ মাস আগে পিতার মৃত্যু। জীবিত বলতে তার বড় বোন, বৈবাহিক সুবাদে থাকেন চট্টগ্রামে। বর্তমানে নিকটাত্মীয় নানীর কাছে থাকে লাইসা। এমন ঘোর অঁন্ধকার জীবন এর কথা শুনে এগিয়ে এলেন কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরুল আশরাফ রাজীব এবং সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা সমবায় অফিসার ও মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক মন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী ফজলে রাব্বী, বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।