এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শান্তার লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে মেসডা

মেহেরপুর গাংনী উপজেলার আকুবপুর গ্রামের এসএসসিতে জিপিএ ৫ পেয়ে গৌরবের সাথে উত্তীর্ণ হওয়া শারীরিক বাধা প্রাপ্ত শান্তা খাতুনের লেখাপড়ার খরচের দায়িত্ব নিল মেহেরপুর স্টুডেন্ট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)
গতকাল রবিবার সকালে গাংনী মটমুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে মেসডার সদস্যরা শান্তা খাতুনের লেখাপড়ার খরচ এর সম্মতি প্রকাশ করে এবং ফুল ও ক্যালেন্ডার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। শান্তা খাতুনের পিতা সোনা মিয়া ১৫বছর আগে মারা যাবার পর ভাইয়ের বাসা থেকে লেখাপড়া করে। এবার ২০২০ সাালে এসএসসিতে জিপিও ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আগামী দুই বছরের পড়াশোনার খরচ মেহেরপুরপুর স্টুডেন্টট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন মেসডা খরচ বহন করবে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, এম এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান,মিরপুর গার্লস আইডিয়াল কলেজের প্রভাষক মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছারছেদ আহমেদ ঝন্টু, রাবেয়া বিশ্ববিদ্যালয়ের মেসডার সাবেক সভাপতি আব্দুর রহমান, ঢাকা কলেজের মেজদার সাবেক সভাপতি সাহাবুল ইসলাম শুভ, ঢাকা মেডিকেল কলেজের নাহিদ, জবির সাবেক সভাপতি রাকিবুল ইসলাম, তিতুমীর কলেজের মিস্টার সাধারণ সম্পাদক নুরুজ্জামান শুভ, ঢাবি’র সাধারণ সম্পাদক শফিউল ইসলাম সুজন মেসডার সদস্যরা।