কত ঘণ্টা কাজ করলে পাওয়া যাবে আইফোন ১৩

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১৩ সম্প্রতি বাজারে এসেছে। উন্নত প্রযুক্তিসম্পন্ন এ ফোনের দাম জেনে অনেকেই ভিমড়ি খেয়েছেন। কেননা, সাধারণের নাগালের বাইরে নতুন আইফোনের দাম। এজন্য নানারকম মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বিভিন্ন আইফোন-কিডনি জোকস। ফলে বোঝাই যাচ্ছে এ ফোনের দাম শুনেই চোখ কপালে উঠেছে ক্রেতাদের। সম্প্রতি মানি সুপারমার্কেটের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ হয়েছে। তাতে জানানো হয়েছে কোন দেশের মানুষদের কত ঘণ্টা কাজ করলে আইফোন কেনার সুযোগ মিলবে। বা সে আইফোন কিনতে পারবেন। একজন ভারতীয়র পক্ষে আইফোন ১৩ কেনা তখনই সম্ভব হবে, যদি তিনি প্রায় ৭২৪ ঘণ্টা কাজ করেন। অর্থাৎ, হিসাব করলে দাঁড়ায় প্রায় ৩০ দিন কাজ করলেই একজন ভারতীয় আইফোন ১৩ কিনতে পারবেন। তবে, শুধু ভারতীয়দের ক্ষেত্রেই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানুষও আইফোন ১৩ কিনতে হলে তাদের কতক্ষণ কাজ করতে হবে, তাও জানা গিয়েছে সেই তথ্যে। একজন সুইজারল্যান্ডের অধিবাসীকে কাজ করতে হবে মাত্র ৩৪.৩ ঘণ্টা। আবার ফিলিপিন্সের মানুষকে কাজ করতে হবে ৭৭৫ ঘণ্টা।