কবি নজরুলের আট চালা ঘরে আসছেন সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কাজী নজরুল ইসলাম এর স্মৃতি বিজড়িত আট চালা ঘর পরিদর্শনে আসছেন সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি।

আগামী ৭ই জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টার দিকে তিনি আট চালা ঘর পরিদর্শন করবেন।

এ উপলক্ষে “কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ ও নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইন” মন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সাহিত্য সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আলোচনা পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।

আরো পড়ুন:ঝিনাইদহে শিক্ষকের বাড়িতে সরকারি বই

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এস এম মুনিম লিংকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুন্সী আবু সাইফ।

অনুষ্ঠানে বরণ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও এপার-ওপার দুই বাংলার কবি সাহিত্যিক শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। এছাড়াও কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

কার্পাসডাঙ্গা/ কুড়ুলগাছি প্রতিনিধি