করে মোদের একা – তাজুল ইসলাম নাহীদ

আজকে তুমি চলে গেলে
করে মোদের একা,
এই জীবনে হবে নাতো
তোমার সঙ্গে দেখা।

তুমি ছিলে আল্লার ওলী
জানে সারা দেশে,
দ্বীনের কথা বলছো সদা
প্রতি জেলায় এসে।

তোমায় মোরা ভুলবো নাকো
এই জীবনে কভু,
যতদিনই ধরার বুকে
হায়াত রাখেন প্রভু।

তুমি চলে গেছো বলে
কাঁদছে দেশের লোকে,
শোকে আজি কাতর সবে
পানি সবার চোখে।

ভক্ত কুলের আহাজারি
আকাশ বাতাস ভারি,
মেনে নিতে পারছে না কেউ
হঠাৎ ওপার পাড়ি!

প্রভুর কাছে করছি দোয়া
চক্ষু ভরা জলে,
থাকো যেনো অনন্তকাল
জান্নাতিদের দলে।