করোনাকালে ঈদ – লতিফুল ইসলাম

একুশ সালের ঈদ দু’টো ভাই
কাটলো না যে ভালো
মন আকাশে মেঘ জমেছে
অন্ধকার ও কালো।

ঈদের দিনে ও করোনাতে
মরল কয়েক শত
মহামারি দিলো মনে
দুঃখ আছে যত।

কত অসহায়ের এবার
হয়নি ঈদে কেনা
অসুখেতে ঔষধ কিনে
কেউ হয়েছে দেনা।

কত এতিম খায়নি পেতে
গোশত পোলাও রুটি
অনেক লোকের কুরবানিতে
রয়েছে বিশাল ত্রুটি।

ঈদের দিনে কেউ হাসে আর
কেউবা কাঁদে দুখে
টাকার পাহাড় যাদের ঘরে
কাটায় তারা সুখে।।