করোনার বাড়াবাড়ি – মোঃ হাসু কবির

দিন দিন করোনার
বাড়াবাড়ি অতি
জানি না কী ভুলে রোজ
করে যায় ক্ষতি‌।

বিনা দোষে মেরে যায়
বাসা বেঁধে বুকে
যদি কেউ প্রাণ পায়
বাঁচে ধুঁকে ধুঁকে।

লুকানো এ শত্রুর
মতিগতি কী যে
দেহ মাঝে বাড়ে ঠিক
অধরা সে নিজে।

করোনার আক্রোশে
ভয়ে আজ সব
ক্ষমা করো দয়া করো
ও আমার রব।