কলম হাতে ধরো – গোলাম আযম

 

কলম হাতে ধরো খোকা
কলম হাতে ধরো ,
গড়তে হলে জীবনটাকে
মন দিয়ে বই পড়ো।

মন দিয়ে বই পড়লে তুমি
হবে অনেক বড় ,
গড়তে হলে জীবনটাকে
নিজের সাথে লড়ো।

দুষ্টমি সব ছাড়লে খোকা
লক্ষ্য দেবে ধরা ,
রুটিন মাফিক আদায় করো
স্যারের দেয়া পড়া।

নিয়মিত পড়লে খোকা
রেজাল্ট হবে ভালো ,
জীবন থেকে সরে যাবে
অমানিশার কালো !

অমানিশার কালো যদি
যায় হয়ে হয়ে দূর।
হাতের মুঠোয় এসে যাবে
সফলতার নূর।