কার্পাসডাঙ্গায় বাসের দখলে মহাসড়ক,দেখার নেই কেউ

কার্পাসডাঙ্গা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কের কার্পাসডাঙ্গা বাজারের পাশে সারি সারি বাস সড়কের পাশ জুড়ে রাখা হলেও দেখার যেন কেউ নেই। ফলে পথচারীরা চরম বিড়ম্বনায় পড়েছে।

বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। জানা গেছে, কার্পাসডাঙ্গা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কের কার্পাসডাঙ্গা বাজার একটি গুরুত্বপূর্ণ স্থান।

এখানে রয়েছে বিভিন্ন ধরনে দোকান ও প্রাথমিক, মাধ্যমিক, বালক বালিকা বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো ছাত্রছাত্রী যাতায়াত করে।

কার্পাসডাঙ্গা বাজারের প্রবেশমুখে মুচি মোড় থেকে কাস্টম মোড় জামতলা পর্যন্ত সড়কের দু’ পাশে নিউ মর্ডান, রেখা, শামীম এন্টার প্রাইজ, সাথী সহ বাস গুলো এনে বেশিরভাগ সময় মহাসড়কের উপরেই রাখা হয়।

এতে সড়কের দু’পাশের বেশ কিছু অংশ বাসের দখলে থাকে। এ কারণে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। বিশেষ করে ছাত্রছাত্রীদের চলাচলে বিড়ম্বনার সীমা নেই।

স্থানীয় প্রাইভেট চালক সালমান জানান, মুচি মোড় থেকে কাস্টম মোড় পর্যন্ত বাস আছে। মুচি মোড় এসে মোড় ঘুরতে সমস্যা হচ্ছে। মুচি মোড়ে সড়কের মধ্যে রাখছে বাসগুলো। মহাসড়কে বাসগুলো রাখার কারণে অন্য পরিবহনগুলোর ওই সড়কে ঝুঁকির মধ্যে চলাচল করছে। নিয়মিত চলাচল করা বাসগুলো ঠিকমত টার্মিনালে ঢুকতে পারছে না। যানজট লেগেই যাচ্ছে। কিছু একটা হলে তো মানুষ আমাদেরক ধরবে। যত দোষ ড্রাইভারের।

আশরাফুল ইসলাম নামে আরেক চালক বলেন, যেভাবে গাড়িগুলো রাখছে একটা গাড়িকে ওভারটেক করলেই ওই গাড়ি লাগি যাইবে। তো গাড়িগুলো অন্য জাগাত রাখতে পারত।

প্রতিদিনই বিভিন্ন প্রকার যানবাহনে দর্শনার্থীরা যায়। এছাড়াও স্থানীয় নানা প্রকার যানবাহন চলাচলের মধ্য দিয়ে রাস্তাটি সব সময় ব্যস্ত থাকে।

বিষয়টি নজরে আনলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোঁজ নিচ্ছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।