কালীগঞ্জে ইজিবাইকসহ তিন চোর র‌্যাবের হাতে আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাঁচকাউনিয়া গ্রাম থেকে ইজিবাইকসহ তিন চোরকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব। তারা পেশাদার ইজিবাইক চোর বলে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আটককৃতরা হলেন, মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাজী আফসার মোল্লাল ছেলে মো: রাসেল হোসেন (৩৫), যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের পরশ মোল্লার ছেলে মো: আব্বাস আলী (৩৮) ও কালীগঞ্জের কাবিলপুর গ্রামের গৌতম ভৌমিকের ছেলে দীপ ভৌমিক (২৫)। তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি ইজিবাইক ও ১০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সুত্রে জানা গেছে, গত সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে র‌্যাব কালীগঞ্জের পাঁচকাউনিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় তিন চোর মন্ডল রাইস মিলস এলাকায় কালীগঞ্জ থেকে খাজুরা বাজার গামী পাকা সড়কে একটি সচল ইজি বাইকের সাথে অপর একটি ইজি বাইক বেধে চালিয়ে যাচ্ছিল।

সন্দেহ হলে র‌্যাব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। আসামীরা দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত বলে তারা স্বীকার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।