কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম হারনিয়ার অপারেশন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম হারনিয়ার অপারেশন করা হয়েছে।

গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে হারনিয়ার অপারেশন করেন ডাক্তার এম এ কাফী। রোগীর নাম যুথিকা দাস সে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের অধির দাসের মেয়ে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা শামীমা শিরিন লুবনা জানান এর আগে কখনো এই হাসপাতালে হারনিয়ার অপারেশন হয়নি। এই প্রথম এখানে হারনিয়ার অপারেশন করা হলেও রুগী এখন অনেক সুস্থ।

রোগির স্বজন অবসরপ্রাপ্ত যুগ্মসচিব প্রভাদ কুমার দাস জানান উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এরকম অপারেশন হওয়া দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য সুখবর। অপারেশন এর সময় আমি ছিলাম । অপারেশন করতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে।

চিকিৎসক এম এ কাফী জানান, অপারেশনটি বেশ জটিল তবে এই হাসপাতালে প্রথম এই অপারেশন করা হলো। আশা করি পরে আরো এই ধরনের অপারেশন করা হবে।