কালের বিবর্তন – এম. সোহেল রানা

কালের বিবর্তন করে মানুষ খোলস পাল্টিয়ে চলছে
বৈরি হাওয়ায় গা ভাসিয়ে মুখে ঠিক আছি তা বলছে।
বাবা-মা’র এক মাত্র সন্তান যেন অবাধ্য উন্মুক্ত বিহঙ্গ
মাদকদ্রব্যের আসক্তিতে উগ্রস্বভাব বেকুবতনু তরঙ্গ।

বংশকূলের ধারধারে না চলছে আপন খেয়ালিপনায়
শিক্ষা-দীক্ষা উচ্চডিগ্রী নৈতিকজ্ঞান শূন্যের কোঠায়।
সম্মান দিতে ভুলে গেছে অটো উচ্চডিগ্রীর অহংকারে
অক্ষম জ্ঞানীনা চেনে আপন জ্ঞান শূন্যের অন্ধকারে।

বাঘের বাচ্চা বললে – ভীষণখুশি; আনন্দে আত্মহারা
কুকুরের ছা বললেই- অমনি রেগে বদন কৃষ্ণ চেহারা।
কী শিক্ষায় শিক্ষিত যে, ভাষা প্রয়োগ বিধিনা বোঝে
বাঘ ও কুকুর দুই’ ইমাংসাশী পশু ফিরবে না ভেষজে।

বংশীয় ঘরের বংশীয় জাত যে ইঙ্গিতে বোঝে অধীক
বেহায়া প্রকৃতির যারা গায়েনা লাগে শতসহস্রধিক্।
আধুনিকতার ছোঁয়া লেগে কুরুচি পূর্ণ পোশাক পরে
ছেঁড়া-ফাটাচিন্তা-চেতনা চলছে বাতিলের পথ ধরে।

সাধন মেলে থাকতে সময় হয় না সাধন সময় গেলে
মিলছে না কোথা শান্তি; সুদ, ঘুষ, মিথ্যার পক্ষে বলে।
সত্য পথের সন্ধান পেতে কোরআন হাদিস রাখ সাথে
জেনে বুঝে মেনে দেখ তাতে জান্নাতি সুখ দুনিয়াতে।