কাশফুলের উঠোন -পারভীন আকতার

নীলাভ ডুবন্ত সাগরে সাঁতরে দেখেছি
জলের ধারায় মিশেল হচ্ছে হেমের দিবারাত্রি।
ফুটন্ত কলির মতো ঢেউ ফেনিল ডুবছে উঠছে
নির্ঘুম রাতে অবিরাম শ্রাবণ ধারায়।

শ্রাবণের কাশবনে ঝিরিঝিরি বৃষ্টিতে
ভেজা পায়ে নূপুরের শব্দ!
অস্থির আবেশে ঘিরে রেখেছে চারদিক।
প্রেমময় উদ্ভাসী হৃদয় ছুঁয়ে যায়
যেন কাশফুল আবেশের নরম ছোঁয়ায়।

সাদা পালকের হাতছানি
দূরে মেঘের সারি সারি অভ্যর্থনা!
ডাকছে কাশবন,বৃষ্টিস্নাত অবগুণ্ঠন খুলে।
এসো প্রিয় শ্রাবণ ধবল সবলে মিশে একাকার হই।
এসো তবে কাশফুলের উঠোনে লুটোপুটি খেলি।