কুষ্টিয়ায় “স্নো হোয়াইট” ফুলকপির মাঠ দিবস অনুষ্ঠিত

কুষ্টিয়ায় এসিআই কর্তৃক বাজারজাতকৃত “স্নো হোয়াইট” ফুলকপির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আদর্শ কৃষক মোঃ জনি আহম্মেদের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন,এসিআই সীডের রিজিওনাল ক্যাম্পেইন ম্যানেজার মোঃ জাকির হোসেন সরদার, এরিয়া সেলস ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, মার্কেটিং অফিসার মেহেদী হাসান এবং ব্রান্ড প্রোমোটার ফিরোজ আলীসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দসহ প্রায় শতাধিক আদর্শ কৃষক এবং রিটেইলার উপস্থাপন ছিলেন।

মাঠ দিবসে জানানো, ফুলকপি একটি উচ্চ মূল্যের ফসল। উক্ত এলাকার আদর্শ চাষী জনি আহম্মেদ বর্তমানে প্রত্যেক পিস ফুলকপি ৩৫- ৩৮ টাকা দরে বিক্রি করছেন। সেই হিসেবে,তার এক একর জমিতে ১০ হাজার ফুলকপি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে জানান।

যেখানে চাষাবাদে ৬৫ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমান বাজার মূল্য ভালো থাকায় ৬০-৬৫ দিনে ১.৫- ২ কেজি ওজনে বিক্রি করছেন, তবে স্নো হোয়াইট ফুলকপি ৩-৪ কেজি ওজনের বেশি হয় বলে জানান। এতে উপস্থিত আদর্শ কৃষকগণ এই জাতটি আগামী মৌসুমে ব্যাপক হারে চাষাবাদ করতে আগ্রহী হন।