কুষ্টিয়ার এসপিকে হত্যার হুমকি: থানায় মামলা

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. কায়েস মিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবি পুলিশের ইন্সপেক্টর আশরাফুল আলমকে।

তিনি জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুমকি দেয়া হয়েছে। কারা এসব ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল পরিচালনা করে তা শনাক্তে পর্যবেক্ষণ চলছে। খুব দ্রুত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। দু’টো ঘটনায় দ্রুত জড়িতদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। উভয় ঘটনায় জড়িতরা এখন কারান্তরীন।

এরপর গত ২১ ডিসেম্বর জেলার কুমারখালী উপজেলার কয়া কলেজে সাধারণ নাগরিক পরিষদের ব্যানারে ভাস্কর্যে হামলার ঘটনায় আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন এসপি তানভীর আরাফাত।

সেখানে তার দেয়া বক্তব্যের ছবি ও ভিডিও আংশিকভাবে সামাজিক যোগাযোগাম মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করছে একদল দুর্বৃত্ত। সেখানে এসপি তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এমন ১৭টি ফেসবুক আইডি ও ১টি ইউটিউব চ্যানেলের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।