কুষ্টিয়ায় ‘আমফান’ মোকাবেলায় জরুরি সভা

ঘূর্ণিঝড় ‘আমফান’ মোকাবেলায় কুষ্টিয়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

সভায় জানানো হয়, আগামী ১৯ মে রাত ২ টার দিকে ঘুর্ণিঝড় ‘আমফান’ উপকূলীয় জেলা ও তার পার্শ্ববর্তী জেলাসমূহে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এই ঝড় সিডরের মত ক্ষয়ক্ষতি সাধন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রয়োজনে স্থানীয় স্কুল কলেজ গুলোকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। সবাইকে মোবাইল ফোন বা সম্ভাব্য অন্যান্য যন্ত্রে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখতে অনুরোধ করা হলো।

ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হলে এবং খাদ্যের সংকট হলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নম্বরঃ ০১৭২৩-৩২০৯৬৪ তে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

একই সাথে সবাই করোনা বিষয়ে সাবধান থাকবেন। সামাজিক দূরত্ব মেনে চলুন। অতি-প্রয়োজনীয় না হলে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকতেও অনুরোধ জানানো হয়।